ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
Sharenews24

বাড়ছে বাংলাদেশের আয়তন

২০২৫ এপ্রিল ০৯ ১৮:১৬:২৭
বাড়ছে বাংলাদেশের আয়তন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাগরে নতুন দ্বীপের সৃষ্টি এবং সন্দ্বীপের আয়তন বাড়ানোর বিষয়টি সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর সদস্য ড. মাহমুদুর রহমানের করা গবেষণায় বলা হয়েছে, গত ৩৬ বছরে সন্দ্বীপ দ্বীপাঞ্চলের আয়তন প্রায় ৪৭৫ বর্গকিলোমিটার বেড়েছে।

গবেষণায় ১৯৮৯ সালের স্যাটেলাইট চিত্র এবং ২০২৫ সালের স্যাটেলাইট চিত্র ব্যবহার করে এই তথ্য পাওয়া গেছে। সন্দ্বীপে জোয়ারের সময় তলিয়ে যাওয়া ভূমি এবং জেগে ওঠা নতুন ভূমির ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বিশেষত, সন্দ্বীপের জেগে ওঠা ভূমি ১২১% বৃদ্ধি পেয়েছে এবং পলিময় (যেখানে জোয়ারে তলিয়ে যায়) ভূমির পরিমাণও ২৩% বৃদ্ধি পেয়েছে।

এই নতুন সৃষ্টি হওয়া ভূমির মধ্যে ৩৯৮ বর্গকিলোমিটার ভূমি জেগে ওঠা জমি এবং ৭৭ বর্গকিলোমিটার ভূমি পলিময় ভূমি হিসেবে পরিচিত। গবেষণায় আরও বলা হয়েছে যে, সাগরের মধ্যে জমে থাকা পলি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সন্দ্বীপের আয়তন বৃদ্ধি পেয়েছে।

এর ফলে সন্দ্বীপ এবং আশপাশের অঞ্চলে নতুন ভূমির ব্যবহার এবং সঠিক পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এই নতুন ভূমি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও পরিবেশগত উপকারিতা পাওয়া যেতে পারে।

এছাড়া, গবেষণায় দেখা গেছে যে ১৯৮৯ সালের চিত্রে সন্দ্বীপের কিছু অংশ পলিময় ছিল, কিন্তু ২০২৫ সালে তা নতুন ভূমিতে পরিণত হয়েছে এবং এলাকাটি ব্যাপকভাবে বেড়েছে। ১৯৮৯ সালে সন্দ্বীপের উপস্থিতি ছিল ৩২৮ বর্গকিলোমিটার, যা ২০২৫ সালে বেড়ে ৭২৬ বর্গকিলোমিটার হয়েছে।

এছাড়া, কিছু পলিময় ভূমি স্থিতিশীল ভূমিতে পরিণত হয়েছে এবং কিছু অংশ সাগরের জলধারা দ্বারা ভেসে গেছে। তবে, গবেষকরা মনে করেন যে সন্দ্বীপে যে ভূমি বেড়েছে তা দেশের জন্য যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা করা হলে তা বড় ধরনের লাভজনক হতে পারে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে