ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

২০২৫ এপ্রিল ০৮ ২০:১১:৫২
প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ তথ্য জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, প্রথম আলোতে ‘চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবিরকর্মীদের বিরুদ্ধে’—এই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেছেন যে, প্রথম আলো কোনো যাচাই-বাছাই ছাড়াই একপাক্ষিকভাবে শিবিরকে অভিযুক্ত করেছে, যা সাংবাদিকতার মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

এছাড়া, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ দাবি করেন যে, প্রথম আলোর প্রতিবেদক পূর্বপরিকল্পিতভাবে শিবিরের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন। তারা আরও বলেন, ‘‘শিবিরের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।’’ এর পাশাপাশি, তারা পূর্বেও প্রথম আলোর বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদন প্রকাশের অভিযোগ করেছেন, যেমন—‘শিবিরের কমিটিতে পূজা চেরী, যা বললেন নায়িকা!’ এবং ‘২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শিবির নাছির’’, যা তাদের মতে হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

শিবিরের শীর্ষ দুই নেতা বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে এবং সংগঠনটির অর্থায়ন সম্পূর্ণ স্বচ্ছ ও সুনির্দিষ্ট।

শেষে, শিবির প্রথম আলোর কাছে দাবি জানায় যে, প্রকাশিত প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করা হোক, দুঃখ প্রকাশ করা হোক এবং সংশোধনী প্রকাশ করা হোক। অন্যথায়, তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে