ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

জানা গেলো ড. ইউনূস ও নেতানিয়াহুর করমর্দনের ছবির সত্যতা

২০২৫ এপ্রিল ০৮ ১০:৫০:১৭
জানা গেলো ড. ইউনূস ও নেতানিয়াহুর করমর্দনের ছবির সত্যতা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি ঘিরে নানা গুঞ্জন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে 'রিউমর স্ক্যানার বাংলাদেশ'–এর অনুসন্ধানে জানা গেছে, এই ছবিটি সম্পূর্ণরূপে এডিটেড।

অনুসন্ধান অনুযায়ী, মূল ছবিটি ২০২৩ সালে ড. ইউনূস ও পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজার মধ্যে করমর্দনের একটি মুহূর্তকে ধারণ করে। ভাইরাল হওয়া ছবিটিতে সফটওয়্যার ব্যবহার করে পর্তুগালের প্রেসিডেন্টের মুখমণ্ডলের স্থলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখ বসানো হয়েছে।

ছবিটির এমন বিকৃত উপস্থাপন বিভ্রান্তি সৃষ্টি করছে এবং উদ্দেশ্যমূলকভাবে জনমনে ভিন্ন বার্তা পৌঁছাতে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

'রিউমর স্ক্যানার বাংলাদেশ' সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং তথ্য যাচাইয়ের পরই শেয়ার করতে হবে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে