ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যশোরে বিয়াইয়ের চোখ তুললেন বেয়াইন

২০২৫ মার্চ ২৯ ২১:১৩:২০
যশোরে বিয়াইয়ের চোখ তুললেন বেয়াইন

নিজস্ব প্রতিবেদক: কুপ্রস্তাব দেয়ায় যশোরে বিয়াইয়ের চোখ তুলে ফেললেন বিয়ান। ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় যশোর শহরের বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনে।

গুরুতর আহত বিয়াই সিরাজুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আহত সিরাজুল ইসলাম বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। অন্যদিকে, ঘটনার পরপরই বিয়ান হাসি বেগম নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরে সিরাজুল ওই বাড়িতে যান। এরপর হঠাৎ মারামারি ও কান্নাকাটির শব্দ পান। পরে তারা দুই তলায় উঠে দেখেন, একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারপিট করছে। এর মাঝে সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান।

এছাড়া হাসিরও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়। পরে স্থানীয়রা তাদের থামান এবং গুরুতর অবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে হাসি বেগম নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

হাসপাতালে ভর্তি অবস্থায় সিরাজুল ও তার স্বজনেরা জানান, পূর্বশত্রুতার জেরে হাসি, তার মেয়ে মনিকা ও দুলাভাই মনিরুল সিরাজুলকে শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এছাড়া চোখেও গুরুতর জখম করেন।

হাসি বেগম অভিযোগ করেন, সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। তখন তার হাত সিরাজুলের চোখে লাগে। এছাড়া তাকেও মারপিট করা হয়েছে বলে তিনি পালটা অভিযোগ করেন।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পান, সিরাজুল চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া হাসিকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে