ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

এবার সাজ্জাদের নানির ভিডিও বার্তায় ‘প্রকাশ্যে মারার’ হুমকি

২০২৫ মার্চ ২৭ ২০:২৪:২২
এবার সাজ্জাদের নানির ভিডিও বার্তায় ‘প্রকাশ্যে মারার’ হুমকি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বিতর্কিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের নানি রেহেনা বেগম এবার তার নাতির বিরোধিতাকারীদের বিরুদ্ধে মারার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রেহেনা বেগম এই হুমকি দেন, যা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ভিডিওতে রেহেনা বেগম বলেন, "যত মারছে বলবে, তত মারব। আগে গোপনে মারতাম, এখন ওপেন মারব।" তিনি আরও বলেন, "ওসি কে, কেন সাজ্জাদকে গ্রেপ্তার করেছে। হাতকড়া পরিয়েছে। কারা তার ফাঁসি চায়।" এই বক্তব্যে তিনি তার নাতির বিরোধিতাকারীদের প্রকাশ্যে মারার শপথ নেন।

সাজ্জাদ হোসেনের মা-বাবার ছাড়াছাড়ির পর তিনি ছোটবেলায় তার নানির কাছে বড় হন। চতুর্থ শ্রেণি পর্যন্ত একটি মাদ্রাসায় পড়াশোনা করার পর মুরগির দোকানে কাজ করতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রামের সন্ত্রাসী গ্রুপের সদস্য হন।

সাজ্জাদ হোসেন বর্তমানে খুনের অভিযোগে চট্টগ্রামের চান্দগাঁও থানা-পুলিশের রিমান্ডে আছেন। তিনি ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে গ্রেপ্তার হন। সেখানকার নারী উদ্যোক্তা রুমা আক্তার এবং তার স্বামী তাকে চিনে পুলিশকে খবর দেন। পুলিশ পরে তাকে আটক করে চট্টগ্রামে নিয়ে আসে, যেখানে তার বিরুদ্ধে দুটি খুনের মামলা রয়েছে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেছেন, সাজ্জাদের নানির ভিডিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় আরও তদন্ত চলছে।

এই ভিডিওর মাধ্যমে রেহেনা বেগমের প্রকাশ্যে হুমকির ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, পুলিশ এই পরিস্থিতি মোকাবিলা করতে কী পদক্ষেপ নেয়।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে