ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবারের অর্থবছরে রেকর্ড পরিমাণ তারল্য সহায়তা

২০২৫ মার্চ ২৬ ১২:৩২:১৭
এবারের অর্থবছরে রেকর্ড পরিমাণ তারল্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রেকর্ড পরিমাণ ৩০ লাখ ২৯ হাজার ৬৬৪ কোটি টাকা ধার বা তারল্য সহায়তা প্রদান করেছে। যা আগের অর্থবছরের চেয়ে ১৩১ শতাংশ বেশি।

গত ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলোকে ১৩ লাখ ৮ হাজার ৭৭৯ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

গত বছর ব্যাংক খাতে সবচেয়ে বড় তারল্য সংকট দেখা দিয়েছিল। ডলার সংকটের কারণে প্রায় ১৩ বিলিয়ন ডলার বিক্রি করা হয়, যার ফলে ব্যাংকগুলোর হাতে থাকা টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে আসে। এর ফলে ব্যাংকগুলোতে সংকট তৈরি হয়, যা কাটাতে বাংলাদেশ ব্যাংক রেকর্ড পরিমাণ সহায়তা প্রদান করে।

তথ্য অনুযায়ী, গত অর্থবছরে রেপোর মাধ্যমে ব্যাংকগুলোকে ১৬ লাখ ৭০ হাজার ৮১১ কোটি টাকা এবং অ্যাসিউরড লিক্যুইডিটি সাপোর্ট (এএলএস) মাধ্যমে ১৩ লাখ ৫৮ হাজার ৮৫২ কোটি টাকা সহায়তা দেওয়া হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, সরকার ব্যাংক খাত থেকে অনেক বেশি টাকা নিয়েছে ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে, যা নন-ব্যাংকিং চ্যানেলে চলে গেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহাবুবুর রহমান জানান, বাংলাদেশের আন্তঃব্যাংক মার্কেট শক্তিশালী নয়, তাই কেন্দ্রীয় ব্যাংক থেকে সহায়তা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বৈদেশিক মুদ্রা বাজারে পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার বিক্রি করেছে, যার ফলে রেপো লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, অনিয়মের কারণে অনেক ব্যাংক তারল্য সংকটে ভুগছে, যা এখনও চলমান। ফলে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিয়ে চলছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে