ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড

২০২৫ মার্চ ২৩ ১৫:২৪:৫৬
সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন রবিবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে তাকে পৃথক দুই ধারায় এই সাজা দেওয়া হয়েছে। আদালতের রায়ে মালেককে দুই ধারায় মোট ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়, এবং তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আব্দুল মালেকের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। মামলায় বলা হয়, মালেক তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার সম্পদ গোপন করেছেন।

এছাড়া, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর তুরাগ এলাকা থেকে র‍্যাব মালেককে একটি বিদেশি পিস্তল ও জাল টাকাসহ গ্রেপ্তার করেছিল। পরে তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়, এবং আদালত তাকে ১৫ বছর করে দুই ধারায় মোট ৩০ বছর কারাদণ্ড দেয়।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে