ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

বিচারপতিকে খিজির হায়াতকে অপসারণ

২০২৫ মার্চ ২০ ১২:১৫:১১
বিচারপতিকে খিজির হায়াতকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ার পর বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে এই অপসারণ কার্যকর করা হয়।

সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) অনুযায়ী বিচারপতি খিজির হায়াতকে মঙ্গলবার (১৮ মার্চ) অপসারণ করা হয়।

উল্লেখ্য, সংবিধানের ৯৬ (৬) অনুচ্ছেদ অনুযায়ী, যদি কাউন্সিল রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে বিচারক তার দায়িত্ব পালনে অক্ষম বা গুরুতর অসদাচরণ করছেন, তাহলে রাষ্ট্রপতি সেই বিচারককে অপসারণের আদেশ দিতে পারেন। এই ধারার ভিত্তিতে খিজির হায়াতকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর ১৭ অক্টোবর হাইকোর্টের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই বিচারকদের মধ্যে ছিলেন বিচারপতি খিজির হায়াত।

পরবর্তীতে শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করলেও, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অস্থায়ী থেকে স্থায়ী হতে না পারায় বিচারপতি পদে আর নেই।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে