ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

অন্তবর্তী সরকার নির্বাচনকেই অগ্রাধিকার দেবে, প্রত্যাশা তারেক রহমানের

২০২৫ মার্চ ২০ ০০:০০:৪৫
অন্তবর্তী সরকার নির্বাচনকেই অগ্রাধিকার দেবে, প্রত্যাশা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক সরকার গঠনে অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৯ মার্চ) রাজধানী ঢাকার ইস্কাটনের লেডিস ক্লাবে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, "একটি রাষ্ট্রে সরকারের মেয়াদ নির্দিষ্ট কিন্তু দেশের রাজনৈতিক নীতি এবং ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদি। তাই রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার পুনরুদ্ধারের জন্য প্রস্তুত।"

তিনি উল্লেখ করেন, "গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে।" একটি বৈষম্যহীন ও নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতি মেরামতের কাজ করবে বলে জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, "গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। স্বাধীনতা প্রিয় জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।"

তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন এবং ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলনে শহীদ ও আহতদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে