ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে যা বললেন জি এম কাদের

২০২৫ মার্চ ১৯ ২২:২২:১৬
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে যা বললেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের পক্ষের ব্যক্তি ও দলকে নানা উপায়ে পৃষ্ঠপোষকতা করছে। তার মতে, সরকার নির্বাচন আয়োজনের সক্ষমতা হারিয়েছে এবং এখানে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর কচুক্ষেতে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার পর গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারে না থাকলেও তারা সরকারের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করছে এবং নিজেদের কিছু পছন্দের ব্যক্তি ও দলকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। এভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। তথাকথিত সংস্কারের মূল উদ্দেশ্য ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকা এবং নিজেদের দলকে শক্তিশালী করা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে জি এম কাদের বলেন, বর্তমানে পুলিশ অকার্যকর হয়ে পড়েছে। সরকার এটিকে কার্যকর করার ব্যবস্থা না নিয়ে বরং দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এখন কেউই নিরাপদ নয়। যেহেতু তারা পরিস্থিতি সামাল দিতে পারছে না, তাই উচিত দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়া। অন্য কেউ এ পরিস্থিতি সামলাতে পারলে দেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

তিনি আরও বলেন, ১মানুষ এখন একমাত্র আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছে। সরকারের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। পুলিশকে দমননীতি ও নির্বিচার বদলির মাধ্যমে মনোবলহীন করে ফেলা হয়েছে। ফলে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে না কী করা উচিত বা অনুচিত।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে