ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

‘৭৩০ কোটি টাকার’ আয় নিয়ে যা বললেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান

২০২৫ মার্চ ১৯ ২০:২৪:২৬
‘৭৩০ কোটি টাকার’ আয় নিয়ে যা বললেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসান জানিয়েছেন, তিনি বিদেশ থেকে বৈধভাবে ৭৩০ কোটি টাকা দেশে নিয়ে এসেছেন। এই অর্থটি তিনি চীনের সরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের এজেন্ট ও পরামর্শক হিসেবে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কাজ করে অর্জন করেছেন। তিনি বলেন, এ অর্থের উপর চীনে কর পরিশোধ করা হয়েছে এবং সঠিক প্রক্রিয়ায় দেশে আনা হয়েছে, যা এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) থেকে প্রত্যয়ন সনদও পেয়েছে।

ফারুকী হাসান জানান, এই অর্থের বিপরীতে তিনি কোন প্রণোদনা নেননি এবং তিনি এটি ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে দেশে এনেছেন। তিনি বলেন, কয়েক বছর ধরে ধাপে ধাপে এই অর্থ দেশে আনা হয়েছে এবং তা দিয়ে তিনি চারটি কারখানা স্থাপন করেছেন, যা প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান করেছে।

এছাড়া, তিনি জানান যে, তার দেশে কোনো ব্যাংকঋণ নেই এবং তিনি কানাডায়ও বসবাস করেন। ফারুকী হাসান বলেন, তার আয়কর ফাইলে সব তথ্য রয়েছে এবং কোন কিছু গোপন করার চেষ্টা করেননি। তিনি এই ধরনের প্রশ্ন তোলার জন্য এনবিআরের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করেছেন।

তিনি আরও বলেন, তিনি সিরামিক রপ্তানি করে চারবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে