ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

সিগারেটের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৫ মার্চ ১৯ ২০:১৩:০৬
সিগারেটের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আরও কর বাড়ানো হবে না। তিনি বুধবার এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় এ তথ্য দেন।

এছাড়া, সিগারেটের বিভিন্ন স্তরের দাম সম্পর্কে আলোচনা হয়, যেখানে সিগারেটের নিম্ন এবং মধ্যম স্তরের দাম কাছাকাছি হওয়ায় ভোক্তারা যেকোনো একটি স্তর বেছে নিতে পারছেন। এর ফলে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

এনবিআর চেয়ারম্যান জানান, সিগারেটের স্তরের সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করার বিষয়টি বিবেচনা করছে তারা। তবে, সিগারেটের দাম বৃদ্ধির পাশাপাশি ভ্যাট ব্যবস্থা ও অন্যান্য কর ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর প্রস্তাবও আসছে।

এছাড়া, তামাক পণ্যের দাম কম হওয়ার কারণে তরুণ এবং দরিদ্র জনগণ এই ক্ষতিকর পণ্য ব্যবহার করছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এনবিআর চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে এবং ১৭ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

এতে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ অন্যান্য তামাক পণ্যের ওপর কর বৃদ্ধি এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে