ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৫ মার্চ ১৯ ১৭:৪৩:০২
ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের জন্য আসন্ন ঈদুল ফিতরের ছুটির সঙ্গে আরও একটি সুখবর আসছে। আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তটি প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামীকাল (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া হতে পারে বলে জানা গেছে।

এতে, সরকারি চাকরিজীবীরা ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটির সঙ্গে ৩ এপ্রিলও ছুটি পাবেন। ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে সপ্তাহিক ছুটি সহ ২৮ মার্চ (শুক্রবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত তারা টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটির সঙ্গে যদি ২৭ মার্চ (বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নেওয়া যায়, তবে সরকারি চাকরিজীবীরা ২৬ মার্চ থেকে ১১ দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে ঐচ্ছিক ছুটি নেওয়া হলে ওই দিনই ছুটি হিসেবে গণ্য হয়, তবে এক বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকে।

তাহলে, ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ১১ দিনের মধ্যে কর্মদিবস মাত্র ২ দিন থাকবে, ২৭ মার্চ এবং ৩ এপ্রিল। এর মধ্যে ৩ এপ্রিল ছুটি ঘোষণা হলে, ২৭ মার্চ ঐচ্ছিক ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা ঈদুল ফিতরের টানা ১১ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে