ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আবার ফিরছে ‘জিয়া উদ্যান’

২০২৫ মার্চ ১৯ ১৬:৪৫:২৭
আবার ফিরছে ‘জিয়া উদ্যান’

নিজস্ব প্রতিবেদক: চন্দ্রিমা উদ্যান’কে আবার ‘জিয়া উদ্যান’ নামে পুনর্বহাল করার প্রক্রিয়া সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত এই উদ্যানের নামকরণ পরিবর্তন করে পূর্ববর্তী নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, রাজধানী ঢাকার একটি প্রধান দর্শনীয় স্থান হিসেবে পরিচিত ‘জিয়া উদ্যান’ ৭৪ একর জমির ওপর গড়ে উঠেছে এবং এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি অবস্থিত।

উদ্যানটিতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার ও পরিজন নিয়ে ঘুরতে আসেন এবং মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর উদ্যানটির নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এটি আবার পূর্বের নাম ‘জিয়া উদ্যান’-এ ফিরিয়ে আনা হয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে