ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

মুখ খুলছে না সাজ্জাদ, পুলিশের নজরে স্ত্রী তামান্না

২০২৫ মার্চ ১৯ ১১:৪২:৪২
মুখ খুলছে না সাজ্জাদ, পুলিশের নজরে স্ত্রী তামান্না

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে, তবে জিজ্ঞাসাবাদে মুখ খুলছে না তিনি। পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য না দিলে তার বিরুদ্ধে চলমান ১৭টি মামলার সমাধান কঠিন হতে পারে। এদিকে, সাজ্জাদের বেপরোয়া স্ত্রী তামান্না শারমিনও আলোচনায়। ফেসবুক লাইভে এসে স্বামীর সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা স্বীকার করার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি।

১৪ মার্চ রাতে ঢাকায় শপিংমলে গ্রেফতার হওয়ার সময় তামান্না সটকে পড়ে। তার গ্রেফতার এড়ানোর পর, তিনি লাইভে এসে ফুঁসে ওঠেন এবং তার স্বামীকে গ্রেফতার করা ও সহযোগিতা করার বিষয়টি নিয়ে হুমকি প্রদান করেন। পুলিশ তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে এবং তার অবস্থান শনাক্তের কাজ চলছে।

প্রসঙ্গত, তামান্না শারমিন এবং সাজ্জাদের বেপরোয়া জীবনযাপন নিয়ে নানা বিতর্ক রয়েছে। সাজ্জাদ ইতোমধ্যে হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত, এবং তাকে ধরতে পুলিশ ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, সাজ্জাদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। পুলিশ বেপরোয়া তামান্নাকেও দ্রুত গ্রেফতার করবে বলে জানিয়েছেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে