ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

ঢাবির বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থীর তালিকায় নাম নেই নেত্রী লড়াকুদের?

২০২৫ মার্চ ১৮ ২২:১২:৪৫
ঢাবির বহিষ্কৃত ১২৮ শিক্ষার্থীর তালিকায় নাম নেই নেত্রী লড়াকুদের?

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক আন্দোলন চলাকালীন হামলায় জড়িত ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তালিকায় ছাত্রলীগের কোনো নেত্রীর নাম না থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রিফাত রশীদ তার ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, "ছাত্রলীগের চিহ্নিত নেতাদের বাদ দিয়ে ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের ছাত্রদের নিয়ে ১২৮ জনের তালিকা তৈরি করা হয়েছে।"

তিনি প্রশ্ন তুলেছেন কেন তালিকায় ছাত্রলীগের নেতাদের নাম অন্তর্ভুক্ত হয়নি এবং তদন্ত কমিটির স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

তালিকায় ছাত্রলীগের কোনো নেত্রীর নাম না থাকার বিষয়ে তিনি উল্লেখ করেন, "সৈকত, আবু ইউনুস, আগিব ফুয়াদ ও কামাল উদ্দিন রানার মতো ছাত্রলীগের বড় সন্ত্রাসীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শহীদুল্লাহ হল রণক্ষেত্র বানালো কারা?"

তিনি তদন্ত কমিটির সদস্যদের পরিচয় জানতে চেয়ে লেখেন, "তদন্ত কমিটিতে কারা ছিল? তাদের পরিচয় কী? কেন তারা শিক্ষার্থীদের সঙ্গে বেঈমানি করার সাহস পেয়েছে?"

রিফাত রশীদ আরও বলেন, "ঢাবির সবচেয়ে বড় সন্ত্রাসী তানভীর হাসান সৈকতসহ অন্যান্য হামলাকারীদের নাম তালিকায় নেই। তারা ভিসি চত্বরে আমাদের বোনদের ওপর হামলা করেছে।"

তিনি অভিযোগ করেছেন, সবচেয়ে মজার ব্যাপার হইলো একটা সিঙ্গেল নারীকেও ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার করে নাই। অথচ নির্যাতনের মাত্রা হিসেব করলে এরা পুরুষ ছাত্রলীগের থেকেও ভয়ংকর ছিল। নারী ছাত্রলীগার সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে?

তিনি ওই পোস্টে উল্লেখ করেন, "এই বহিষ্কারের তালিকার সাথে সংশ্লিষ্ট সিন্ডিকেট সম্পর্কে জানা প্রয়োজন। যদি অবিলম্বে হামলাকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর ফল ভুগতে হবে।"

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে