ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার পাপনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় কড়া পদক্ষেপ

২০২৫ মার্চ ১৮ ১৫:৪৫:৪৩
এবার পাপনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় কড়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এখন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নজরে। ২০১২ সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করা পাপন এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিসিবির অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।

নজরদারির মধ্যে আছেন পাপনের স্ত্রী রোকসানা হাসানসহ তার পরিবারের অন্য সদস্যরা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পাপন আত্মগোপনে চলে যান এবং পরে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিসিবি সভাপতির পদত্যাগপত্র জমা দেন। তবে, তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে গত ১৬ মার্চ কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য এবং তার পরিবারের সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

একইদিনে পাপনের পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার আবেদনও করা হয়। দুদকের পক্ষ থেকে উপপরিচালক সাইদুজ্জামান আদালতে এ আবেদন করেন।

এই অনুসন্ধান কার্যক্রম চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির উপর গভীর মনোযোগ দিচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে