ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি

২০২৫ মার্চ ১৮ ১৩:০৭:৩০
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্ট নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে। পাশাপাশি এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম রিট দায়ের করেন। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবেদা গুলরুখ রোববার (১৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটের আবেদন জানায় যে, ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিরুদ্ধে এবং গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দলের নিবন্ধন শর্তগুলোর বিরুদ্ধে। ওই গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে শর্ত নির্ধারণ করা হয়েছে তা আইনগত কর্তৃত্বের বাইরে এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ক ধারায় রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে শর্ত দেওয়া হয়েছে তা-

১. কমপক্ষে ১০০টি উপজেলা এবং ২২টি জেলা কমিটি থাকতে হবে।

২. কেন্দ্রীয় কমিটি এবং সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা।

৩. সদস্য হিসেবে ২০০ ভোটারের তালিকাভুক্তি।

এই শর্তগুলো পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের জন্য অযৌক্তিক এবং অপ্রযোজ্য বলে রিটে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালে স্বৈরতান্ত্রিক সরকারের সময় এই শর্তগুলো যুক্ত করা হয়, যা এখন রাজনৈতিক দলগুলোর জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ৫ শতাংশ উপজেলায় এবং ১০ শতাংশ জেলা কমিটি প্রতিষ্ঠা করে, সর্বমোট ৫ হাজার সদস্য থাকলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সুপারিশ করেছিল। কিন্তু ইসি পুরোনো আইনে তড়িঘড়ি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে, যা সংবিধানের উদ্দেশ্যের পরিপন্থি।

হাইকোর্টে রিটের পরবর্তী শুনানি হতে পারে এবং ততক্ষণ পর্যন্ত গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত থাকবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে