ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

যে কারণে বহিষ্কার করা হয়েছে কাফরুল থানা বিএনপির ৭ নেতাকে

২০২৫ মার্চ ১৮ ১২:৫৬:১৬
যে কারণে বহিষ্কার করা হয়েছে কাফরুল থানা বিএনপির ৭ নেতাকে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর বিএনপি কাফরুল থানা বিএনপির ৭ নেতাকে বহিষ্কার করেছে। সম্প্রতি দক্ষিণখানে অনুষ্ঠিত ৩১ দফা নিয়ে কর্মশালা এবং ইফতার অনুষ্ঠানে কাফরুল থানা বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত নেতাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এই বহিষ্কারের খবর নিশ্চিত করেন। তিনি জানান, এই সংঘর্ষের ঘটনা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত কর্মশালায় ঘটে। কর্মশালায় মহানগর এবং কেন্দ্রীয় নেতাদের সামনে কাফরুল থানা বিএনপির দু'টি গ্রুপ সংঘর্ষে জড়ায়।

আমিনুল হক বলেন, ‘‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগেও এসব নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল। এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে সংগঠনের নীতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।’’

বহিষ্কৃত নেতাদের মধ্যে আছেন:

- ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কোভিদ হোসেন মিল্টন

- ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ

- সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা

- ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম

- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসানুল্লাহ চৌধুরী

- ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির নিখিল

- ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া

এদিকে, বহিষ্কারের পরপরই বহিষ্কৃত নেতাদের সমর্থকরা বিক্ষোভে নেমে পড়েন। তারা রাত ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্তরে বিক্ষোভ মিছিল করেন, এবং বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এ ঘটনায় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বহিষ্কৃত নেতাদের সমর্থকদের মধ্যে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে