ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

তুলসি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল অন্তর্বর্তী সরকার

২০২৫ মার্চ ১৮ ১০:১৮:২০
তুলসি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের যে মন্তব্য এসেছে, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার, ১৮ মার্চ ২০২৫, সরকারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, "আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের 'নিপীড়ন ও হত্যা' করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এবং একই সঙ্গে ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতাকে ‘ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন’ করা বলে মন্তব্য করেছেন।"

এতে বলা হয়েছে, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশে ইসলামের শান্তিপূর্ণ চর্চা ও দেশের উন্নয়নের জন্য অগ্রগতি অর্জনের প্রতি হুমকি সৃষ্টি করে।

বাংলাদেশ সরকার দাবী করেছে, গ্যাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে করা হয়নি এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য এটি ক্ষতিকর। "বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে," বলা হয় বিবৃতিতে।

এছাড়া, সরকার বলেছে, "গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা 'ইসলামিক খিলাফত' এর সঙ্গে আমাদের দেশকে যুক্ত করার প্রচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করি।"

সরকার আরও দাবি করেছে, বাংলাদেশ, বিশ্বের অন্যান্য দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, দেশের উন্নতি, শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, "বাংলাদেশ সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল।"

সরকারের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সঠিক ধারণা রাখেন এবং সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেয়ার মতো কিছু না বলেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে