ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল

২০২৫ মার্চ ১৭ ১৫:১৭:৫৬
লোডশেডিংয়ের শিডিউল নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের হাইকোর্ট লোডশেডিংয়ের সিডিউল ২৪ ঘণ্টা আগে প্রকাশ করার বিষয়ে রুল জারি করেছেন। এ রুলে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিংয়ের শিডিউল প্রকাশে বৈষম্য না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং সৈয়দ এনায়েত হোসেন এর দ্বৈত বেঞ্চে এই রুলটি জারি হয়। এটি জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা হয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী করা হয়েছে।

এ রিট আবেদনকারীরা আদালতকে জানান, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়, যার ফলে গ্রামের উৎপাদনমূলক শিল্প ও পোল্ট্রি খামারসহ নানা ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এতে আরও বলা হয় যে, ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছিলেন, সরকার গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য রাখবে না এবং সবার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন যে, সেচ উৎপাদন ব্যাহত না হওয়ার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ীভাবে ব্যবহার করার পরামর্শ দেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে