ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

পতনের গভীরতা বাড়লেও লেনদেন ইতিবাচক

২০২৫ মার্চ ১৭ ১৪:৫১:১০
পতনের গভীরতা বাড়লেও লেনদেন ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টানা চার কর্মদিবস উত্থানের পর আগের দিন রোববার সামান্য সংশোধন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল সাড়ে ৩ পয়েন্ট। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সংশোধনের গভীরতা বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে সাড়ে ১৬ পয়েন্ট।

তবে সূচক কমলেও ডিএসইতে লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আগেরদিনও ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছিল। আজ আরও বেড়েছে। আজ ৫০০ কোটি টাকার প্রতিবন্ধকতা অতিক্রম কমেছে। যা গত ১৪ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৫ ফেব্রুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ১৬.৫০ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.০১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫৬ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৭টির, কমেছে ২২১টির এবং পরিবর্তন হয়নি ৭৮টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৭০ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৫৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৭.৫২ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে