ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫
Sharenews24

নতুন রাজনৈতিক দলে যোগদান নিয়ে নুরের বক্তব্য

২০২৫ মার্চ ১৭ ১০:০০:০৯
নতুন রাজনৈতিক দলে যোগদান নিয়ে নুরের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই, বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (১৭ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে তিনি এ কথা জানান।

নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন কিনা জানতে চাইলে নুর বলেন, “আমি গত ১১ দিন দেশের বাইরে ছিলাম। ঐ সময় টেলিভিশনে একজন ছাত্রনেতা বলেছিলো যে নুর ভাই আমাদের সাথে আসবে। হ্যাঁ, আমি তাদের সাথে আছি, কারণ তারা আমার জুনিয়র, আমাদের রাজনৈতিক সহকর্মী। আমরা একসাথে রাজনীতি শুরু করেছি এবং এখনো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। বাংলাদেশের মানুষ বিকল্প রাজনীতি চাচ্ছে, তবে দুই-একজন নেতা দিয়ে সেই রাজনীতি সম্ভব নয়। সরকার পরিচালনা করতে হলে, বড় একটি রাজনৈতিক দল প্রয়োজন, যেখানে অনেক নেতার সমন্বয় প্রয়োজন।”

তিনি আরও বলেন, “তাই, যারা এখন সমন্বয়ক আছেন, তাদের সবার জন্য আমন্ত্রণ—আসো, একসাথে কাজ করি।”

নুর আরও বলেন, “নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এখনও পর্যন্ত সেই পার্টির রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন হওয়ার পর দলের পরিচিতি এবং প্রতীক নিয়ে কাজ করতে হবে।”

নুরুল হক নুর আরও বলেন, “আমরা বর্তমানে বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে রয়েছি, যেখানে মানুষ রাজনীতিতে আসা ছেড়ে দিয়েছে। তবে, বর্তমান তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে মোটিভেট করতে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছি, এরপর নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। আমরা এমনকি আন্দোলন-প্রতিবাদের মধ্য দিয়েই নিজেদের অবস্থান তৈরি করেছি, যার ফলে আজকের গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা পুরানো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে এসে নতুন এক রাজনৈতিক স্কুল প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকেই আমাদের চিন্তা-ভাবনা চলছে।”

বাংলাদেশে এখন পর্যন্ত দ্বিদলীয় রাজনীতি—আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক—ব্যবস্থা চলছিল, তবে বর্তমান পরিবেশ ভিন্ন। মানুষ আগের থেকে আরও সচেতন হচ্ছে রাজনীতি নিয়ে। নুর মনে করেন, এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, তার ওপর ভবিষ্যতের রাজনীতির মেরুকরণ নির্ভর করবে।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে