ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

মেহেরপুরে প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, নেপথ্যে যে কারণ

২০২৫ মার্চ ১০ ১৬:১৮:৩৬
মেহেরপুরে প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরে গত এক বছরে তালাকের হার বেড়েছে, বিশেষত অনলাইন জুয়া এবং ক্যাসিনো খেলার কারণে। বর্তমানে, মেহেরপুরে প্রতি ৪ ঘণ্টা ১৫ মিনিটে একটি তালাক হচ্ছে, যা এক বছর আগে ছিল প্রতি ৫ ঘণ্টায় একটি।

২০২৩-২৪ অর্থবছরে মেহেরপুরে ২ হাজার ২৬টি বিয়ের বিপরীতে ২ হাজার ১০টি তালাক হয়েছে, যা আগের বছরের তুলনায় বাড়তি। বিশেষ করে চলতি বছরের প্রথম দুই মাসে ৬৬ জন নারী তাদের স্বামীকে তালাক দিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই তালাকের কারণ হিসেবে অনলাইন জুয়া এবং ক্যাসিনো খেলা উল্লেখ করেছেন।

অনেক নারী তাদের তালাকের কারণ হিসেবে স্বামীর মাদকাসক্তি, জুয়াড়ি এবং ক্যাসিনো খেলার অভ্যাসকে উল্লেখ করেছেন। যেমন, মেহেরপুর পৌর শহরের মিম তার স্বামীকে মাদকাসক্ত ও অনলাইন জুয়াড়ি হিসেবে তালাক দিয়েছেন, এবং অন্যান্য নারীও একই কারণে তালাক দিয়েছেন।

এছাড়া, মেহেরপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে তালাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং প্রায় সব ক্ষেত্রেই তালাকের কারণ হিসেবে পরকীয়া, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, এবং সবচেয়ে নতুন সমস্যা হিসেবে জুয়া এবং ক্যাসিনো খেলা উঠে এসেছে।

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম জানান, মেহেরপুরে অনলাইন জুয়া একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং তালাকের কারণ হয়ে উঠেছে।

জাহিদ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে