ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫
Sharenews24

আইজিপির প্রশংসায় ভাসছেন লালমনিরহাটের সেই ওসি

২০২৫ মার্চ ০৭ ১৪:৫৪:৫২
আইজিপির প্রশংসায় ভাসছেন লালমনিরহাটের সেই ওসি

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী তার জনপ্রিয় বক্তব্যের জন্য আইজিপি বাহারুল আলম থেকে একটি প্রশংসাপত্র পেয়েছেন। আইজিপি তাঁর এই ওসির মানবিক দৃষ্টিভঙ্গি, জনসেবায় মনোযোগ এবং পেশাদারিত্বের জন্য প্রশংসা করেছেন।

আইজিপির পাঠানো সেই প্রশংসাপত্রে বলা হয়েছে, ওসি মোহাম্মদ নূর নবী জনগণের আস্থা অর্জনে এবং সেবা করার মনোভাবের মাধ্যমে পুলিশিংয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আশা করেন, তাঁর নেতৃত্বে লালমনিরহাট সদর থানা পুরো দেশের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে।

এটি পাঠানোর পর ওসি মোহাম্মদ নূর নবী বলেন, এই প্রশংসাপত্র পেয়ে তিনি আরও অনুপ্রাণিত হয়েছেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন।

ওসি নূর নবী তাঁর ভাইরাল বক্তব্যে বলেন, "আমি জনগণের গোলাম, জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক এবং আমরা কর্মচারী। থানায় মামলা করতে গেলে কোন টাকা বা দালালের প্রয়োজন নেই।" তিনি আরও বলেন, মাদক ও অপরাধীদের বিরুদ্ধে জনসাধারণের সহযোগিতা ছাড়া পুলিশ একা কিছু করতে পারবে না।

তিনি স্থানীয় জনগণকে জানান, "যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে, হঠাৎ ধনী হয়ে যায় অথবা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে অবশ্যই জানাতে হবে।"

এছাড়াও তিনি বলেন, "আমি আপনারা থেকে ভোট চাই না, আমি শুধু ভালোবাসা চাই। যদি আমি ভালো কাজ করি, আপনাদের সমর্থন পাবো, আর খারাপ কাজ করলে আপনাদের বিরোধিতা আশা করি।"

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, "ওসির এই মানবিক ও সাহসী বার্তা আমাদের জন্য গর্বের বিষয়। আইজিপির শুভেচ্ছা বার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে এবং এটা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।"

এই বক্তব্যটি মানবিক এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করায় সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে পুলিশ এবং জনগণের সম্পর্ক আরো দৃঢ় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে