ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

আহসান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ মার্চ ০৭ ০৯:৪২:১৪
আহসান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির করা ঋণখেলাপি মামলায় আহসান গ্রুপের চেয়ারম্যান শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

শহিদুল আহসান, যিনি মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যানও, তাঁর দুটি প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে ২৯৯ কোটি টাকা পাওনা। জানা গেছে, ২০১৮ সালে আহসান গ্রুপের প্রতিষ্ঠান এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ নেয়। দীর্ঘ সময় ধরে ঋণ শোধ না করায় ঋণ দুটি খেলাপি হয়ে পড়ে এবং ২০২২ সালে ঋণ দুটি পুনঃ তফসিল করা হয়। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের ঋণের স্থিতি যথাক্রমে ১৬৬ কোটি ও ১৩৩ কোটি টাকা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পরিচালনা বোর্ড থেকে সাইফুল আলম (এস আলম) ও তার ঘনিষ্ঠদের সরিয়ে নতুন স্বতন্ত্র বোর্ড গঠন করে। এরপর ঋণ আদায়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও শহিদুল আহসান গ্রাহকরা সহযোগিতা করেননি। ফলে ব্যাংক নতুন পরিচালনা বোর্ড এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা করে। ১৮ ফেব্রুয়ারি আদালত শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক বলেন, "ঋণ দুটি খেলাপি হয়ে পড়েছে। তারা পুনঃ তফসিল করার জন্য চিঠি দিয়েছিল, কিন্তু এরপর আর কোনো যোগাযোগ করছে না। আমরাও তাদের পাচ্ছি না, তাই মামলা করা হয়েছে এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।"

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে