ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

সাবেক গভর্নরসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, নেপথ্যে যে কারণ

২০২৫ মার্চ ০৬ ২১:৩১:৫৯
সাবেক গভর্নরসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই মামলার তদন্ত চলমান থাকায় আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ), ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন গ্রহণ করে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সংবাদটি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যান্য আসামির তালিকায় রয়েছেন:

- অর্থনীতিবিদ আবুল বারকাত,

- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান,

- সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম,

- সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ,

- মো. ইমদাদুল হক,

- নাগিবুল ইসলাম দীপু,

- ড. আর এম দেবনাথ,

- মো. আবু নাসের,

- সঙ্গীতা আহমেদ,

- অধ্যাপক নিতাই চন্দ্র নাথ,

- জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুছ ছালাম আজাদ,

- সাবেক উপ-মহাব্যবস্থাপক আজমুল হক,

- সাবেক এজিএম অজয় কুমার ঘোষ,

- সাবেক ম্যানেজার মো. গোলাম আজম,

- ব্যাংকের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান,

- সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল জব্বার,

- সাবেক ডিএমডি মো. গোলাম ফারুক,

- সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক,

- এননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল,

- মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন,

- পরিচালক মো. আবু তালহা।

জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি তদন্ত করছেন এবং তিনি এই আবেদনটি করেন। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন। আদালতে দেওয়া আবেদনটি বলছে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের বিদেশে চলে গেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে, ফলে সুষ্ঠু তদন্তের জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

এছাড়া, ২০ ফেব্রুয়ারি উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি করে ৩ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকার জমিকে ১৬ হাজার ৪৮২ দশমিক ৫০ লাখ টাকায় অতিমূল্যায়ন করেছেন এবং এর মাধ্যমে জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা আত্মসাৎ করেছেন।

এখন তদন্তের কার্যক্রম চলমান, এবং ধরা পড়লে এই ২৩ জনের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে