ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

তিতাস গ্যাসের বিশেষ সাধারণ সভা ইজিএম স্থগিত

২০২৫ মার্চ ০৫ ২২:২৬:০৪
তিতাস গ্যাসের বিশেষ সাধারণ সভা ইজিএম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভূক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির ইজিএম ০৬ মার্চ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২৭ ফেব্রুয়ারি ইজিএম সভা সংক্রান্ত তথ্য জানিয়েছিল। মূলত কোম্পানির শেয়ার মূল্য সংক্রান্ত আমানত বিবেচনার জন্য আলোচ্য সভা করার সিদ্ধান্ত নেয় কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের জন্য এনটাইটেলমেন্টের ঘোষণা, শেয়ার ইস্যু বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।

কোম্পানিটি সরকারের (অর্থ বিভাগ) অনুকূলে অপূরণীয় নন-কম্যুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে, যার ইস্যু মূল্য ৩৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯২৮ টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা এবং শেয়ারের সংখ্যা হবে ৩৫ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯২টি।

উল্লেখ্য, সংশোধিত তারিখ ও সময় পরে জানানো হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে