ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ফার্স্ট লিড সিকিউরিটিজের ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ মার্চ ০৫ ১৯:৩৯:০৪
ফার্স্ট লিড সিকিউরিটিজের ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলমান থাকায়, বেসরকারি প্রতিষ্ঠান ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড-এর মালিকপক্ষের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এই তিনজন হলেন আবু তাহের মোহাম্মাদ শোয়েব, মোহাম্মদ কুনু চৌধুরী, এবং মুহিতুল বারী।

বুধবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদন অনুযায়ী, এই তিনজনের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ব্যাপারে দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান আদালতে আবেদন করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে