ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

দুই কোম্পানির বিনিয়োগকারীরা মহা আনন্দে

২০২৫ মার্চ ০১ ১১:৩৬:৩৪
দুই কোম্পানির বিনিয়োগকারীরা মহা আনন্দে

নিজস্ব প্রতিবেদক: অস্থির শেয়ারবাজারে মুনাফা করা খুবই কঠিন। ২০২০ সালের পর দেশের শেয়ারবাজারে লাগাতার অস্থিরতা বিরাজ করছে। এই সময়ে শেয়ারবাজার থেকে মুনাফা তুলতে পেরেছে, এমন বিনিয়োগকারী খুঁজতে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে শেয়ারবাজারে শতকরা এক-দুই জন যারা মুনাফা তুলতে পারছেন, তারা হয় কোম্পানির কারসাজিকারী পরিচালক বা কারসাজিকারী বড় বিনিয়োগকারী কিংবা তাদের সহযোগি বিনিয়োগকারী।

এমন অবস্থার মধ্যে মাঝেমধ্যে খবর হয় সপ্তাহ বা মাসের ব্যবধানে দুই-একটি কোম্পানির বিনিয়োগকারীরা মুনাফা পাওয়ার আনন্দে উল্লাস করছেন। গত সপ্তাহশেষ তেমনি দুটি কোম্পানির বিনিয়োগকারীরা বড় আকারে মুনাফা তোলার মহা আনন্দে রয়েছেন।

কোম্পানি দুটি হলো-এসআলম কোল্ড রোল্ড স্টিল ও বসুন্ধরা পেপার মিল লিমিটেড। ডিএসই জানিয়েছে, সপ্তাহের ব্যবধানে এই দুই কোম্পানির বিনিয়োগকারীরা বড় আকারে মুনাফায় রয়েছেন।

কোম্পানি দুটির মধ্যে সপ্তাহের ব্যবধানে এসআলম কোল্ড রোল্ড স্টিলের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৫৩.২৫ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলের বিনিয়োগকারীরা ৪৭.৬৯ শতাংশ।

কোম্পানি দুটির মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর ছিল ৯ টাকা ৮০ পয়সা। সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ২৩ টাকা ৬০ পয়সা। গত দুই সপ্তাহের ১০ কর্মদিবসই কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দরে লেনদেন হয়ে হল্টেড হয়েছে। উল্লেখ্য, ডিএসইতে কোম্পানিটির শেয়ার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়।

অন্যদিকে, গত ১৯ ফেব্রুয়ারি বসুন্ধরা পেপার মিলের শেয়ার দর ছিল ২৭ টাকা ৬০ পয়সা। সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ৪১ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের ৫ কর্মদিবসই কোম্পানিটির শেয়ার দর বেড়েছে। এরমধ্যে ৪ কর্মদিবস সর্বোচ্চ দরে লেনদেন হয়ে হল্টেড হয়েছে। ডিএসইতে কোম্পানিটির শেয়ার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ৭৩ টাকায়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে