ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা ১০ কোম্পানির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ০৭:৩৯:২৯
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি’২৫) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে সানলাইফ ইন্স্যুরেন্সের।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৯.৫৫ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭৫ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭ টাকা ২০ পয়সা বা ৯.৫৫ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৩ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৮.২৬ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ৮.০৬ শতাংশ দর কমে স্থান নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১১১ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০২ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯ টাকা বা ৮.০৬ শতাংশ।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৫০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫.৯৮ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৫.৭৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৫.৩১ শতাংশ, গ্রামীন ফোনের ৫.০৬ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৮১ শতাংশ দর কমেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে