ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫
Sharenews24

পতন প্রবণতায়ও ডজন শেয়ারের বিক্রেতা উধাও

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৫:৪২:০৫
পতন প্রবণতায়ও ডজন শেয়ারের বিক্রেতা উধাও

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে পতন প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে পতন প্রবণতার মধ্যেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডজন কোম্পানির শেয়ারের বিক্রেতা ছিল না। কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতাদের অভাবে হল্টেড ছিল।

কোম্পানিগুলো হলো-অ্যারামিট সিমেন্ট, বিডি ল্যাম্প, এইচআর টেক্সটাইল, স্টাইলক্রাপ্ট, বসুন্ধরা পেপার, এসআলম কোল্ড রোল্ড স্টিল, মিথুন নিটিং, আরএসআরএম স্টিল, প্রাইম টেক্সটাইল, পেনিনসুলা চিটাগাং, হামিদ ফেব্রিকস ও সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ।

কোম্পানিগুলোর মধ্যে বস্ত্র খাতের কোম্পানি ছিল ৬টি। যেগুলো হলো-এইচআর টেক্সটাইল, স্টাইলক্রাপ্ট, মিথুন নিটিং, প্রাইম টেক্সটাইল,হামিদ ফেব্রিকস ও সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ। এরমধ্যে মিথুন নিটিংয়ের অসিত্ব নেই, সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের উৎপাদন বন্ধ।

কোম্পানিগুলোর মধ্যে এসআলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার টানা ৯ম দিনের মতো বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে। একইভাবে বসুন্ধরা পেপারের শেয়ার টানা চার দিন এবং অ্যারামিট সিমেন্টের শেয়ার টানা তিন দিন হল্টেড হয়েছে।

অন্যদিকে, আরএসআরএম স্টিলের শেয়ার টানা দুই দিন এবং বাকি এইচআর টেক্সটাইল, স্টাইলক্রাপ্ট, মিথুন নিটিং, প্রাইম টেক্সটাইল,হামিদ ফেব্রিকস ও সুহ্নদ ইন্ডাষ্ট্রিজের শেয়ার আজ নতুন করে হল্টেড হয়েছে।

উল্লেখ্য, প্রকৌশল খাতের কোম্পানি আরএসআরএম স্টিলেরও উৎপাদন বন্ধ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে