ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি’: বিতর্কে দুই শিক্ষার্থী

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৪:০৩:০৯
‘আমি ছাত্রলীগ করে খেলে আসছি’: বিতর্কে দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি-শান্তি হলে ঘটেছে, যেখানে দুই শিক্ষার্থী—রাবিনা ঐশি এবং লাবিবা ইসলাম—মাদক সেবন সম্পর্কিত অভিযোগের কারণে সহপাঠীদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় এবং হুমকি-ধামকি প্রদান করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে এবং এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে।

ঘটনার বিবরণ: মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মাদক সেবনের সংবাদ প্রকাশ হওয়ার পর, সন্ধ্যা ৬টার দিকে হলের সি ব্লকের কিছু রুমে যান অভিযুক্ত দুই শিক্ষার্থী—রাবিনা ঐশি ও লাবিবা ইসলাম। তারা শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন, যারা মাদক সেবনের অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন। তাদের প্রশ্নের উত্তর দেয়ার পর, দুই শিক্ষার্থী তাদের হুমকি দিতে থাকেন।

রেকর্ডে শোনা যায়, লাবিবা ইসলাম বলেন, "আমি ছাত্রলীগ করে খেলে আসছি, এখনো খেলে দেব, আস। তোদের মত পতিতা না যে মেয়ে নিয়ে রুমে রুমে যাব। তোদের সবাইকে দেখে নেব, সব বের করব।" পাশাপাশি রাবিনা ঐশী বলেন, "গাঁজা লাগবে গাঁজা? গাঁজা দিতে আসছি।" তাদের এই উদ্ধত আচরণে হলের শিক্ষার্থীরা ভয় পেয়ে যান এবং তাতে তোলপাড় সৃষ্টি হয়।

অভিযুক্তদের পক্ষ থেকে ব্যাখ্যা: অভিযুক্ত লাবিবা ইসলাম তার পক্ষ থেকে বলেন, “আমি কাউকে হুমকি দেই নাই, আমি বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। একজনের সঙ্গে একটু উলটা-পালটা কথা হচ্ছিল, আমি তার সঙ্গে চিল্লাপাল্লা করেছি। আমি হলের কোনো মেয়ের সঙ্গে চিল্লাপাল্লা করিনি।”

অন্যদিকে, রাবিনা ঐশী বলেন, “আগামীকাল আমার পরীক্ষা। আমার পাশের ব্লক থেকে আমার বন্ধুরা আসছিল। আমরা নিউজটা নিয়ে কথা বলছিলাম। আমি সার্কাস্টিকভাবে জোরে জোরে বলেছিলাম ‘আমরা তো গাঁজা খাই। গাঁজা লাগবে, গাঁজা?’ তখন আর আমি এক্সাক্টলি কী বলেছি সেটা মনেও নেই।”

অভিযোগের ভিত্তি: এর আগে, হলের অনেক শিক্ষার্থী অভিযুক্ত দুজনসহ আরো দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেন। তারা জানায়, সুনীতি-শান্তি হলের ২১৪ নং কক্ষে মাদক সেবন করা হতো এবং এতে অর্ধশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অন্য অভিযুক্তরা: ফার্মাসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আতেফা লিয়া এবং আইন বিভাগের শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা—এই দুজনকেও মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এই ঘটনার পর, শিক্ষার্থীদের মধ্যে একধরণের আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয় এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে