ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পতন প্রবণতায়ও বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৫:০৮:৫২
পতন প্রবণতায়ও বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবারও সংশোধন প্রবণতায় ছিল দেশের উভয় শেয়ারবাজার। তবে এদিন উভয় বাজারের সূচক কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

যদিও লেনদেনে ছিল উভয় বাজারের বিপরীত চিত্র। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ১৪ পয়েন্টের বেশি।

ডিএসইতে আজ ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার। লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৬ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৩৩টির এবং পরিবর্তন হয়নি ৭৩টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৬ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৯ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ২৩ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে