ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আখতারের ফেসবুক পোস্টে নতুন ইঙ্গিত

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৭:৩৪:৩৫
আখতারের ফেসবুক পোস্টে নতুন ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তরুণদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে। যদিও দলের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে এর নেতৃত্বে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম থাকবেন, যা প্রায় নিশ্চিত। এছাড়া জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনও দলের শীর্ষ পদে আসছেন।

নতুন দল ঘোষণার আগে আখতার হোসেন তার ফেসবুক পেজে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “নতুনের আত্মপ্রকাশ আগামীকাল।” পোস্টে তিনি আরও বলেন, “সারাদেশের শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান। মানিক মিয়া এভিনিউ, বিকাল ৩টা।”

এছাড়া, জাতীয় নাগরিক কমিটি (জানাক) সম্পর্কিত নতুন সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠকসহ অন্যান্য সব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে