ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে যা বলেছেন বেসরকারি শিক্ষার্থীরা

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ২২:৩৭:৩৭
ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে যা বলেছেন বেসরকারি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএস) কেন্দ্রীয় কমিটির ঘোষণা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে পড়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং এক দফা আন্দোলনে রূপান্তরিত করেছিল।

তবে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জায়গা না দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই পদ ভাগাভাগি করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি রাতে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অসন্তোষ প্রকাশ করেন এবং দাবি করেন, এই সিদ্ধান্তটি তাদের জন্য অত্যন্ত

তরিকুল ইসলাম নাহিদ নামে একজন শিক্ষার্থী অভিযোগ করেন, গত ১৭ জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার ভয়ে আন্দোলন থেকে পিছিয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংগঠিত করে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। তবে নতুন কমিটিতে তাদের প্রতিনিধিত্ব না থাকায় তারা হতবাক হয়েছেন।

তারা আরও জানান, এই সিদ্ধান্তের প্রতিবাদে মধুরক্যান্টিনে একটি কর্মসূচি ঘোষণা করতে গেলে কিছু শিক্ষার্থী তাদের ওপর হামলা চালিয়েছে। ফলে অনেকেই আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মাশরুর/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে