ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিক্ষোভ-হাতাহাতির মধ্যেই কমিটি ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:২৪:০০
বিক্ষোভ-হাতাহাতির মধ্যেই কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠন 'গণতান্ত্রিক ছাত্র সংসদ' এর কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কমিটি এবং সংগঠনের নাম ঘোষণা করা হয়। তাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে “শিক্ষা, ঐক্য, মুক্তি।”

এদিকে, কমিটি ঘোষণার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 'ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও', 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত', 'জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হওয়ার ঘটনাও ঘটে। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নয়া ছাত্র সংগঠনে তাদের বঞ্চিত করা হয়েছে, এবং তারা এই কমিটি মানেন না।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কমিটির আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়ক ছিলেন এবং ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কমিটির সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সমন্বয়ক জাহিদ আহসান, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাবি শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব হয়েছেন মহির আলম, সিনিয়র সদস্য সচিব হয়েছেন আল আমিন সরকার, মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম, এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে