ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিশাল ছুটিতে চলে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৮:০৭:০১
বিশাল ছুটিতে চলে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : এবারের শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এই ছুটির মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর এবং ঈদুল ফিতরসহ একাধিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার জন্য বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র থাকবে, ফলে ওই সময় এসব প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। সুতরাং, পরীক্ষার কেন্দ্র থাকা স্কুলগুলো প্রায় ২ মাস ১০ দিনের ছুটি কাটাবে।

এছাড়া, ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস চলবে এবং পরবর্তীতে ২ মার্চ থেকে ছুটি শুরু হবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি এবং বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ইউনুছ ফারুকী এ ছুটির ব্যাপারে নিশ্চিত করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে