ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

গণহত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৩:৫৫:৩৪
গণহত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মুসলিমদের উপর গণহত্যার ঘটনায় প্রথমবারের মতো জনসমক্ষে ক্ষমা চেয়েছেন। ২০০৪ সালের ২৫ অক্টোবর থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর তাক বাইতে সেনাবাহিনীর ট্রাকে শ্বাসরোধ হয়ে ৭৮ মুসলিম বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা ঘটে, যা "তাক বাই গণহত্যা" নামে পরিচিত।

এই ঘটনার পর থাই সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়, এবং বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে থাইল্যান্ডের সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত বাড়তে থাকে। ঐ সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা, এবং তিনি ওই ঘটনায় মানুষের ক্ষতির জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চান।

তিন বলেন, "যদি আমার দ্বারা কোনও ভুল বা অসন্তোষ সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাইতে চাই।" তিনি আরো জানান, "আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, তখন স্থানীয় মানুষের দিকেও খেয়াল রাখাই ছিল আমার দৃঢ় উদ্দেশ্য।"

থাইল্যান্ডের মানবাধিকার সংস্থা "দুয়ে জাই" এর সহ-প্রতিষ্ঠাতা আঞ্চনা হেইমিনা জানিয়েছেন, "এটি প্রথমবার, এবং তিনি যদি আন্তরিক হন তবে তার উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সরাসরি ক্ষমা চাওয়া।"

তথ্য অনুযায়ী, "তাক বাই গণহত্যা" ঘটনার সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে সাতজন নিহত হন। এরপর তাদের আটক করে সামরিক ট্রাকে নেওয়ার সময় শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে। তখন এটি আন্তর্জাতিক দৃষ্টিতে গভীর সমালোচনার সৃষ্টি করে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে