ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের গোপন সাক্ষাতের গুঞ্জন, যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ০৮:৩৭:৫৬
প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের গোপন সাক্ষাতের গুঞ্জন, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : নতুন দলের প্রধান হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এমন গুঞ্জনের মধ্যেই ছড়িয়েছে তিনি পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না, যা আগের দিকে গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে ছিল। এই পরিবর্তনেই পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়নি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘‘তিনি (নাহিদ ইসলাম) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি।’’ তিনি আরও জানান, এটি একটি নিয়মিত সাক্ষাৎ ছিল, আর নাহিদের সঙ্গে কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন।

পদত্যাগের গুঞ্জন নিয়ে যোগাযোগ করা হলে, রাত ৮টা ১০ মিনিটে নাহিদ ইসলাম নিজেই সংবাদমাধ্যমকে জানান, ‘‘আমি এখনও পদত্যাগ করিনি।’’

তবে, একটি অন্তর্বর্তী সরকারের সূত্র জানিয়েছে, দল ঘোষণার পরদিন নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন। এছাড়া, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায়ও তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে