ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

গভীর রাতে যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ০৮:১৮:৪৫
গভীর রাতে যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন থেকে বের হওয়ার পর তার বাসভবনের সামনে হাজির হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তবে এ সময় হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। কয়েকজন সাংবাদিক তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বললেও তিনি মিডিয়ার সামনে কিছু বলেননি।

এর আগে, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এবং তার পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে দেশে ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তার পদক্ষেপের সমালোচনা করেন।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমার পদত্যাগের দাবি তো নতুন নয়। আমি যদি তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, সে বিষয়গুলো সমাধান করতে পারি, তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসবে না।’’ তিনি আরও বলেন, ‘‘যারা আমার পদত্যাগ দাবি করছেন, তারা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান এবং আমি সেই উন্নতির জন্য কাজ করছি। পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং তা আরও উন্নতি হবে।’’

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে