ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ০৮:১৩:০২
পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে তার পদত্যাগের দাবি তুলে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তারা এই দাবি জানায়। কিছুক্ষণ পর, রাত ৩টার দিকে, জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। আমি জানি, অনেকেই আমার পদত্যাগ দাবি করেন। কিন্তু, যদি আমি তারা যে সমস্যা তুলে ধরছেন, তা সমাধান করতে পারি, তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে না।’’

তিনি আরও জানান, যারা তার পদত্যাগ দাবি করছেন, তারা মূলত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাচ্ছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যে আগের চেয়ে অনেক উন্নতি করেছে, তা আমি বিশ্বাস করি। এবং এটি ভবিষ্যতে আরও উন্নতি করবে।’’

এছাড়া, তিনি আশ্বস্ত করেন যে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য তিনি কাজ করে যাচ্ছেন এবং এ ক্ষেত্রে আরও অগ্রগতি হবে।

এমসহ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে