ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে সুবাতাস

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৫:১৯:২১
সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে সুবাতাস

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে সুবাতাস দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। ডিএসইতে আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, তার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। সূচক ও শেয়ার দাম বৃদ্ধির পাশাপাশি আজ ডিএসইর লেনদেনও আগের দিনের চেয়ে ছিল বেশ ইতিবাচক। আজ ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার ঘর ছুঁয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৯২১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৮৭ কোটি ৫৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৭টি কোম্পানির, বিপরীতে ১২৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

এনামুল/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে