ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে এস আলমের তেলেসমাতি!

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১১:৩৫:২৮
শেয়ারবাজারে এস আলমের তেলেসমাতি!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড তেলেসমাতি দেখাচ্ছে। গত ৬ কর্মদিবস যাবত কোম্পানিটির শেয়ার টানা বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যাচ্ছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, কোম্পানিটির শেয়ার এভাবে লাগামহীন হল্টেড হওয়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই।

গত ৮ জানুয়ারি কোম্পানিটি ডিএসইর মাধ্যমে জানিয়েছে, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ব্যাংকগুলো কোম্পানিটির এলসি খুলতে সমস্যা তৈরি করছে। ফলে কাঁচা পণ্যের অভাবে কোম্পানিটির উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দাম ছিল ৯ টাকা ৮০ পয়সা। তারপর থেকেই কোম্পানিটির শেয়ার টানা হল্টেড। আজ রোববারও লেনদেনের প্রথম ভাগে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে গেছে কোম্পাানিটির শেয়ার। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোম্পানিটির ৯০ হাজারেরও কম শেয়ার লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ২ লাখ ৯০ হাজার শেয়ার। গত ১৮ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ১০ লাখ ৮৬ হাজার শেয়ার এবং পরের দিন ১৯ ফেব্রুয়ারি লেনদেন হয়েছে ৭ লাখ ৪৫ হাজার শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলমের সহযোগিরা যেমন কারসাজি করে দেশে যেমন সোয়াবিন তেলের সংকট তৈরি করেছে, তেমনি শেয়ারবাজারেও তার সহযোগিরা কোম্পানির শেয়ারে কারসাজি শুরু করেছে। যে কারণে কোম্পানিটির শেয়ার টানা ৬ কর্মদিবস যাবত হল্টেড অবস্থায় রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে