ঢাকা, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ভারতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে ৩ উদ্যোগ

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১০:৩১:১৯
ভারতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে ৩ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ভারতের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে নতুন তিনটি উদ্যোগ গ্রহণ করেছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (অ্যাম্ফি)। সম্প্রতি ঘোষিত এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- কম অঙ্কের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) চালু করা, ‘তরুণ যোজনা’ প্রোগ্রাম এবং মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিট্রিভাল অ্যাসিসটেন্ট (মিত্র) কর্মসূচি।

এই উদ্যোগগুলোর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে অ্যাম্ফি। নতুন এসআইপি প্ল্যানের মাধ্যমে ২৫০ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে, যা তরুণ বিনিয়োগকারীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়তে সাহায্য করবে। তরুণ যোজনার মাধ্যমে স্কুলে আর্থিক শিক্ষা পাঠ্যক্রম চালু করা হবে, যাতে ছোট থেকেই বিনিয়োগের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়। এছাড়া, মিত্র প্রকল্পের মাধ্যমে ভুলে যাওয়া বিনিয়োগগুলি পুনরুদ্ধার করার সুযোগও তৈরি করা হবে।

অ্যাম্ফির চেয়ারম্যান নভনীত মুনোতের মতে, এই উদ্যোগগুলো শুধু বিনিয়োগকারীদের সুযোগ বাড়াবে না, বরং বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধিতেও সাহায্য করবে।

এনামুল/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে