ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

কোরআনের শাসন, জামায়াতের ‘সোনালী সমাজ’-এর স্বপ্ন

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৭:৩১:৪৩
কোরআনের শাসন, জামায়াতের ‘সোনালী সমাজ’-এর স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত এক গণ জমায়েতে বক্তব্য প্রদান করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশ কোরআনের আলোতে তৈরি হবে এবং কোরআন এবং রাজনীতি একে অপর থেকে আলাদা নয়। জামায়াতের আমির বলেন, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন, ইসলাম এবং আল্লাহর আদর্শে রাষ্ট্র চালিয়েছিলেন এবং একটি জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করেছিলেন। তিনি আশাবাদী, যদি আমরা সেই আদর্শ গ্রহণ করি, তাহলে বাংলাদেশও সোনালী সমাজে পরিণত হবে।

তিনি আরো বলেন, অতীতে সোনার বাংলা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, তবে কোরআন ছাড়া সেই সোনালী সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের জনগণ কোরআনকে বুকে ধারণ করে বাঁচতে চায় এবং কোরআন ছাড়া কোনো কিছুই বাংলাদেশকে সোনালী করতে পারবে না।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে ইসলামিক দলগুলোর সদস্যরা জাতির উপর কোনো জুলুম বা অন্যায় করেনি, কারণ তারা কোরআনকে সম্মান করে এবং আল্লাহকে ভয় করে। জামায়াতের আমির আরও বলেন, ইসলামিক রাষ্ট্রে শাসকরা মানুষের অধিকার, মর্যাদা, এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।

এছাড়া, তিনি দলীয় নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে একটি বড় মন্তব্য করেন। তিনি বলেন, সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং এখন ২৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে নিজে গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। জামায়াতের আমিরের মতে, সরকার যদি তাকে গ্রেপ্তার না করে, তবে তিনি মনে করেন তাদের নেতৃত্বের ওপর আস্থা স্থাপন করা কঠিন হয়ে পড়বে।

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে