ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বিএনপির এক নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করলেন আরেক নেতা

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৭:৪৯:০১
বিএনপির এক নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করলেন আরেক নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে খোশারপাড় নূরানী ও হাফেজিয়া মাদরাসায় আজ (২১ ফেব্রুয়ারি) তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সকালে কর্তৃপক্ষ মাহফিল বন্ধ ঘোষণা করেছে। মাহফিল বন্ধ করার পেছনে কারণ হিসেবে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়ায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের নেতাকর্মীরা মাহফিলে বাধা দিয়েছেন।

তারা জানান, নজির আহমেদ ভূঁইয়া না আসলে মাহফিল অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে আয়োজকরা জানান, প্রধান অতিথিকে বাদ দিলে তার সম্মান নষ্ট হবে এবং সংঘর্ষের আশঙ্কায় তারা মাহফিল বন্ধ ঘোষণা করেছেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক স্থানীয় ব্যক্তি মাহফিল বন্ধ করার তীব্র নিন্দা জানিয়েছেন।

খোশারপাড় নূরানী ও হাফেজিয়া মাদরাসার সেক্রেটারি মাস্টার আব্দুল মতিন ভূঁইয়া মিলন, প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল নয়ন, ক্যাশিয়ার বিল্লাল হোসেন মুকুল এবং সমাজ সেবক রবিউল হক ভূঁইয়া রুবেল জানান, নজির আহমেদ ভূঁইয়াকে প্রধান অতিথি করায় আব্দুল গফুর ভূঁইয়ার কর্মীরা মাহফিলে বাধা দেন। তারা আশঙ্কা করেছিলেন যে, এতে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, তাই তারা গ্রামবাসীর সাথে আলোচনা করে মাহফিল বন্ধ করার সিদ্ধান্ত নেন।

গাজী জাফর, গাজী জয়নাল আবেদীন এবং অন্য নেতারা অভিযোগ করেন যে, মাহফিলের প্রধান অতিথি হিসেবে নজির আহমেদ ভূঁইয়াকে রাখা বেমানান, কারণ তিনি এখনও একেবারে নতুন মুখ এবং গফুর ভূঁইয়া সুপরিচিত নেতা। তারা আরও বলেন, "যেহেতু আমাদের এলাকায় বিএনপির অফিস আছে, মাহফিলে যদি সমস্যা হয়, তবে তার দায় আমরা নেব না।"

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, "আমি মাহফিল বন্ধ হওয়ার বিষয়টি শুনেছি, খবর নিয়ে বিষয়টি তদন্ত করা হবে।"

এই ঘটনার পর নাঙ্গলকোটের স্থানীয় বাসিন্দারা মাহফিল বন্ধ হওয়ার ঘটনাকে তীব্রভাবে সমালোচনা করেছেন এবং তারুণ্যপূর্ণ রাজনৈতিক উত্তেজনা এবং স্থানীয় দলীয় বিভেদকেও তুলে ধরেছেন।

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে