ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

সাংবাদিক দম্পতির ৫ দিনের রিমান্ড

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:১৬:২৮
সাংবাদিক দম্পতির ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মিরপুর থানার হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।

গত বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানী ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। তারা তখন ফ্রান্স যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদেরকে আটক করার পর জানা যায়, তারা একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপা, যাদেরকে সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় বিদেশ যেতে অনুমতি দেয়া হয়নি। পরে তাদেরকে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

ফারজানা রুপা, একাত্তর টেলিভিশনে কর্মরত অবস্থায় ১৪ জুলাই চীন সফরের পর গণভবনে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি প্রশ্ন করেছিলেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তিনি কোটা আন্দোলনের বিষয়ে মুক্তিযোদ্ধাদের অবমাননা সম্পর্কে জানতে চেয়েছিলেন, যেটি পরে বেশ আলোচিত হয়।

এই প্রশ্নের পর ছাত্র আন্দোলনকারীরা ফারজানা রুপাকে ব্যাপকভাবে সমালোচনা করেন। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। তার পরে, সাংবাদিক দম্পতি শাকিল ও রুপা তাদের বিদেশ যাওয়ার প্রস্তুতির সময় আটক হন। আটকের পর, আদালত তাদের জামিনের আবেদন স্থগিত করে এবং গত ২২ আগস্ট তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরবর্তী সময়ে, ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদেরকে আরও ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

এখন, নতুন মামলায় ৫ দিনের রিমান্ডের আদেশ দেয়ার পর সাংবাদিক দম্পতির ভবিষ্যৎ আইনগত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা চলছে।

আলম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে