ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিসের মন্তব্য

২০২৫ ফেব্রুয়ারি ১০ ০৯:৫৮:৫৯
পিনাকী, ইলিয়াস ও কনক সরওয়ারকে নিয়ে সারজিসের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ড. কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলামোটরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বাইরে থাকা কিছু প্রবাসী ব্যক্তির অবদান বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে খুবই গুরুত্বপূর্ণ। সারজিস বলেন, "এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ এবং দেশের জনগণের জন্য যারা লড়াই করেছেন, তাদের মধ্যে পিনাকী দাদা, ইলিয়াস ভাই এবং কনক সরওয়ারের মতো ব্যক্তিরা স্মরণীয়। তারা দেশের বাইরে থেকেও রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন এবং আজও দেশের উন্নতির জন্য তাদের অবদান রেখে যাচ্ছেন। তাদের ভূমিকা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

সারজিস আরও বলেন, প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। "তারা শুধু নিজেদের জীবিকা নির্বাহের জন্য বিদেশে যাননি, বরং দেশের কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের সংসদে আসা প্রয়োজন, যাতে দেশের উন্নয়নে তাদের অবদান আরও সুসংহত হয়।"

এ সময় তিনি প্রবাসী সাংবাদিকদের কথা উল্লেখ করে বলেন, "প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকরা সাহসিকতা দেখিয়ে, নানা প্রতিকূলতার মুখে, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের সাহসী ভূমিকা অবিস্মরণীয়।"

সারজিস আলম, ১৪ নভেম্বরের পর দেশব্যাপী একটি নির্বাচনী কাঠামো গঠনের জন্য জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন। তিনি এই কমিটির সদস্যদের নির্বাচনের মাধ্যমে প্রবাসী ভোটারদের অধিকারের জন্য সংগ্রাম করতে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক। একই সময়ে, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক চার মহাদেশ ও ৩০ দেশের ৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদদীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি প্রমুখ।

এসময় সারজিস আলম, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন এবং আগামী নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আমিনুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে