ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

সাবেক বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে যা বললেন আজহারী

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৭:০৫:২৯
সাবেক বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে যা বললেন আজহারী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর মৃত্যুর খবর সারা দেশে শোকের সৃষ্টি করেছে। ৯১ বছর বয়সে তিনি ৯ ফেব্রুয়ারি, ২০২৫, সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

আজহারী তার স্ট্যাটাসে লিখেছেন, “সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” তিনি আবদুর রউফকে একজন "সর্বজন শ্রদ্ধেয় ন্যায় বিচারক" হিসেবে অভিহিত করেন, যিনি দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। আজহারী তার আত্মার শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তাকে জান্নাতে স্থান দেন।

সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে এবং দেশের নানা স্তরের নেতৃবৃন্দ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে